রবিবার, ১ মে, ২০১৬

নন-পলিটিক্যাল ~ শুভ চক্রবর্তী

"বদলা নয় বদল চাই",
স্লোগান বদল অবশেষে।
ইঞ্চি মেপে বদলা হবে-
সাবাস! শাসক, তুমি আপন বেশে।
পাঁচ বছরে অনেক জ্বলে
ছাই হাতে আজ বদল দেখা।
রক্ত খুবই সস্তা আজ
তাতেই হবে ভাগ্য লেখা।
গণতন্ত্র আলীক স্বপ্ন-
মরীচিকা দেখি শবের ভিড়ে।
আইন কানুন যাকগে চুলোয়,
তুমি শুধু শাসন কর-ইঞ্চি মেপে মানুষ চিরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...