"বদলা নয় বদল চাই",
স্লোগান বদল অবশেষে।
ইঞ্চি মেপে বদলা হবে-
সাবাস! শাসক, তুমি আপন বেশে।
স্লোগান বদল অবশেষে।
ইঞ্চি মেপে বদলা হবে-
সাবাস! শাসক, তুমি আপন বেশে।
পাঁচ বছরে অনেক জ্বলে
ছাই হাতে আজ বদল দেখা।
রক্ত খুবই সস্তা আজ
তাতেই হবে ভাগ্য লেখা।
ছাই হাতে আজ বদল দেখা।
রক্ত খুবই সস্তা আজ
তাতেই হবে ভাগ্য লেখা।
গণতন্ত্র আলীক স্বপ্ন-
মরীচিকা দেখি শবের ভিড়ে।
আইন কানুন যাকগে চুলোয়,
তুমি শুধু শাসন কর-ইঞ্চি মেপে মানুষ চিরে।
মরীচিকা দেখি শবের ভিড়ে।
আইন কানুন যাকগে চুলোয়,
তুমি শুধু শাসন কর-ইঞ্চি মেপে মানুষ চিরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন