চিত্র-১
------
বিয়ারের ক্যানটা রাস্তায়
হালকা হ্যেঁচকি
চোখ দুটো প্রায় বন্ধ
অতৃপ্ত হৃদয় কে,গাড়ি বন্দি করে
তৃপ্তি খোঁজার আস্তানায়
:
চিত্র -২
-------
সাজানো ফ্ল্যাট-ডিজাইনার ডোরম্যাট
চোখ টানে
এথেনিক টেরাকোটা ফ্লাওয়ার ভাস
দেওয়ালে রবি ভার্মা,ভ্যান গগ্
মনে না মেলা সর্পিল ছক
.
.
হৃদয়ের পাকস্থলিতে,
বদ হজমের চোরা স্রোত।
আর শরীর জুড়ে
অন্তহীন চার্বাক বোধ
সাজানো ফ্ল্যাট-ডিজাইনার ডোরম্যাট
চোখ টানে
এথেনিক টেরাকোটা ফ্লাওয়ার ভাস
দেওয়ালে রবি ভার্মা,ভ্যান গগ্
মনে না মেলা সর্পিল ছক
.
.
হৃদয়ের পাকস্থলিতে,
বদ হজমের চোরা স্রোত।
আর শরীর জুড়ে
অন্তহীন চার্বাক বোধ
Great as usually
উত্তরমুছুন