সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

ক্লীব লিঙ্গ ~ সৌগত মজুমদার

বাসুকি রাত / অভিসম্পাত / চেরা কাল / বিষ দাঁত।
একই খয়রাত / দহন হঠাৎ / পোড়া ছাল / চিৎপাত।।
***
বায়ু বেগ / ভীষণ আবেগ / ছারখার / রাত ভোর।
স্নায়ু তেজ / পশ্চিমী মেঘ / আন বাড় / নেশাখোর।।
***
পুরুষ ফুল / নাগকেশর / চাইছেই / খাঁচাটা।
একই ভুল / পরশপাথর / ভুলছেই / বাঁচাটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...