একটা আয়না আমাদের মাঝে
একদিকে আমি দাঁড়িয়ে
দেখি, ওদিকের তোমাকে ।
তুমি আর আমি তো একজনই
আমি কাঁদলে, কাঁদো তুমি
আর তুমি কাঁদলে আমি
শুধু পারিনা জলটা মুছে দিতে
একদিকে আমি দাঁড়িয়ে
দেখি, ওদিকের তোমাকে ।
তুমি আর আমি তো একজনই
আমি কাঁদলে, কাঁদো তুমি
আর তুমি কাঁদলে আমি
শুধু পারিনা জলটা মুছে দিতে
মাঝের কাঁচটা কঠিন ভীষণ
পারেনা দূরত্ব একচুলও কমাতে
দূরে সরে যাই যতই
বেড়েই চলে দূরত্ব
ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্র
বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছো।
দু’জনের মাঝে শুধু জেগে থাকে
অসহায় একবিন্দু নীরবতা
পারেনা দূরত্ব একচুলও কমাতে
দূরে সরে যাই যতই
বেড়েই চলে দূরত্ব
ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্র
বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছো।
দু’জনের মাঝে শুধু জেগে থাকে
অসহায় একবিন্দু নীরবতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন