রঙের পরত এখন বিলুপ্ত
এখন শুধু সাদা কালো চিনি
প্রিয় মানুষের চলে যাওয়াটা
অর্ধেক ব্যাকুলতা আর অর্ধেক শোক
এখন শুধু সাদা কালো চিনি
প্রিয় মানুষের চলে যাওয়াটা
অর্ধেক ব্যাকুলতা আর অর্ধেক শোক
:
প্রতি বছর উৎসবের পার্বণে
তাই ঘেঁষি না রঙের কাছে
সাদা কালো মেশানো এই জীবনে
আমি স্মৃতি নিয়ে বাঁচি
তাই ঘেঁষি না রঙের কাছে
সাদা কালো মেশানো এই জীবনে
আমি স্মৃতি নিয়ে বাঁচি
:
মা চলে গেছেন আজ দু বছর
আমারও চোখে জল আসে
একটা অস্পষ্টতা গলায় চেপে বসে
এক সাথে লক্ষ্মীর পাঁচালী মুখস্থ বলবো
আমারও চোখে জল আসে
একটা অস্পষ্টতা গলায় চেপে বসে
এক সাথে লক্ষ্মীর পাঁচালী মুখস্থ বলবো
:
কথা রাখেন নি মা
আর তাই আমিও শিখিনি
জামাকাপড়ে রঙীন সেজে কিভাবে ঢেকে রাখতে
ভিতরের হাহাকার
আর তাই আমিও শিখিনি
জামাকাপড়ে রঙীন সেজে কিভাবে ঢেকে রাখতে
ভিতরের হাহাকার
:
আমি সাদা কালোতেই সুখী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন