সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

আমার সকাল ~ সুজাতা ঘোষ

ঘুম চোখে প্রথম দর্শনেই এক অলস শালিখ
তাহলে কি দিনটায় তালা পড়ে গেল?
অকারণেই মনের মুখ ভার
:
জানালার বাইরে মেঘ কালো
দূরের বহুতল ঢাকা ধোঁয়াশার পরতে...
ভালো লাগে না... মনের মুখ ভার
:
কাজের মাসির ননদের শ্বশুর বিগত
আজ আর আসবে না সে...
পড়ে থাকবে বাসন। মেঝেতে ধুলোর পরত
বাসি বিছানা; ছাড়া কাপড়
:
ব্যাটা একলা শালিখ
দিলি তো আমার দিনটাতে তালা মেরে?
:
কি আর করা। মনের মুখ যে বন্ধ -
বাকি দিনটার ওপর যবনিকা টেনে দিল... শালিখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...