মুড়ির ঠোঙার মতো যাবতীয় প্রেম প্রেম খেলা
ডুবে যায় চোখের আড়ালে মরা ঝিল-জলে—
ছেঁড়া ছবি, ভাঙা চাঁদ, অসমাপ্ত ভুলভাল গান
আবর্জনা হ’য়ে, নিশুত রাত্তিরে, কোথায় হারায়?
:
বাসন্তী পঞ্চমী, হলুদ পাপড়ি, অন্যমন শ্লোক
ধেয়ে যায় প্রাক্তন প্রেমিকের অকেজো ঠিকানায়...
তবুও পরের দিন দধিকর্মার আয়োজন হ’তে থাকে
ডুবে যায় চোখের আড়ালে মরা ঝিল-জলে—
ছেঁড়া ছবি, ভাঙা চাঁদ, অসমাপ্ত ভুলভাল গান
আবর্জনা হ’য়ে, নিশুত রাত্তিরে, কোথায় হারায়?
:
বাসন্তী পঞ্চমী, হলুদ পাপড়ি, অন্যমন শ্লোক
ধেয়ে যায় প্রাক্তন প্রেমিকের অকেজো ঠিকানায়...
তবুও পরের দিন দধিকর্মার আয়োজন হ’তে থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন