সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

একটি না আঁকা ছবি ~ মিঠুন চক্রবর্তী

আকাশতো একটি আশ্রয় কল্প।
মনে করো স্বরবর্ণ মানুষগুলি
হাঁটছে ব্যঞ্জনবর্ণের মতো
বন্ধনীর ব্যারিকেড হীন ছায়াপথে,
আলোকবর্ষ গুলি প্রেমিকার শৃঙ্গারে ডোবানো
:
একটা সহজ সরল ছবি
ইচ্ছে করলেই আঁকা যেত অনায়াসে
অসুখে মায়ের হাতের তৈরি পথ্যের মতো
যদি আকাশের রং সবার মুখস্ত থাকত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...