তোর হাতের চেটোর দ্রাঘিমাগুলোকে
অনুভব করতে পারিনি ,কোনোদিন-
অনুভব করেছি
প্রত্যাখানের ব্যাথাগুলোকে
অনুভব করতে পারিনি ,কোনোদিন-
অনুভব করেছি
প্রত্যাখানের ব্যাথাগুলোকে
:
তোর চোখের স্নিগ্ধতাকে
নিজস্ব বলতে পারিনি,কোনোদিন-
নিজস্ব বলেছি
নিদ্রাহীন রাতগুলোকে
নিজস্ব বলতে পারিনি,কোনোদিন-
নিজস্ব বলেছি
নিদ্রাহীন রাতগুলোকে
:
তোর দুঃখের কান্নাগুলোকে
মোছাতে পারিনি,কোনোদিন-
মুছে ফেলেছি
স্বপ্নে আঁকা কল্পচিত্রগুলোকে
মোছাতে পারিনি,কোনোদিন-
মুছে ফেলেছি
স্বপ্নে আঁকা কল্পচিত্রগুলোকে
:
তোর নিঃস্বাসের উষ্ঞতাকে
আত্মস্থ করতে পারিনি, কোনোদিন-
আত্মস্থ করেছি
সার্বিক শূণ্যতাকে
আত্মস্থ করতে পারিনি, কোনোদিন-
আত্মস্থ করেছি
সার্বিক শূণ্যতাকে
:
এখন
বাঁচার রশদ শুধু
বইয়ের ভাঁজে রাখা চ্যাপ্টা গোলাপ
আর
সান্তনা শুধু
মরমে বোঝা সেই রবি গান-
"ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমাকে কব প্রনয়ের কথা।"
বাঁচার রশদ শুধু
বইয়ের ভাঁজে রাখা চ্যাপ্টা গোলাপ
আর
সান্তনা শুধু
মরমে বোঝা সেই রবি গান-
"ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমাকে কব প্রনয়ের কথা।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন