" তুমি বর্ষ,তবে সবার মত নয়
কিছুটা বিষেশন আর কলংক মুক্ত,
কিছুটা আগ্রহ সদাই তোমার তরে
তুমি বরন্য আনন্দ যুক্ত
তুমিও বর্ষ,তবে গ্লানি নেই,শোক গাথা বুক নেই
নেই ক্লান্তিমাখা দীর্ঘশ্বাস,
আছে আনন্দ, আনন্দ প্লাবন আছে,
সুখ নাহয় নিশ্চিত, আছে আশ্বাস "
ঝরে পড়া আদুরে পালকের ওমে নিজেকে আবৃত করে একটি বছর শেষে , আমরা স্বাগত জানালাম ২০১৬ সাল কে । পশমী আদর , আর কুয়াশার গায়ে লেগে থাকা মিঠে রোদ মেখে 'রোদ্দুর ' পা রাখলো ন - মাসে । এই ন-মাসে যারা তাঁদের সঞ্জীবনী লেখনীর মাধ্যমে ঋদ্ধ করেছেন রোদ্দুরের আঙিনা , তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ।
নতুন বছর ভাল কাটুক সবার । ব্যক্তিগত মরীচিকাকে উপেক্ষা করে শব্দের পর শব্দ জুড়ে রচিত হোক আরও এক মহাকাব্য , Because , the magic of love reflects through Litreture .
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
কিছুটা বিষেশন আর কলংক মুক্ত,
কিছুটা আগ্রহ সদাই তোমার তরে
তুমি বরন্য আনন্দ যুক্ত
তুমিও বর্ষ,তবে গ্লানি নেই,শোক গাথা বুক নেই
নেই ক্লান্তিমাখা দীর্ঘশ্বাস,
আছে আনন্দ, আনন্দ প্লাবন আছে,
সুখ নাহয় নিশ্চিত, আছে আশ্বাস "
ঝরে পড়া আদুরে পালকের ওমে নিজেকে আবৃত করে একটি বছর শেষে , আমরা স্বাগত জানালাম ২০১৬ সাল কে । পশমী আদর , আর কুয়াশার গায়ে লেগে থাকা মিঠে রোদ মেখে 'রোদ্দুর ' পা রাখলো ন - মাসে । এই ন-মাসে যারা তাঁদের সঞ্জীবনী লেখনীর মাধ্যমে ঋদ্ধ করেছেন রোদ্দুরের আঙিনা , তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ।
নতুন বছর ভাল কাটুক সবার । ব্যক্তিগত মরীচিকাকে উপেক্ষা করে শব্দের পর শব্দ জুড়ে রচিত হোক আরও এক মহাকাব্য , Because , the magic of love reflects through Litreture .
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
সু ইচ্ছার প্রতি শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন