সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

একটি প্রাসঙ্গিক কবিতা ~ সুকান্ত চক্রবর্তী

এই শহরের চেনা চেনা মাঠ-রাস্তায়
 আমি ঘুরেছি কত সহস্রবার ;
জানিনা,শুধু মনে হয়

 কতো নশ্বর শরীর পেরিয়ে এজন্মে আবার
সেই ছায়ানটের তলে; কতবার ধর্ষিত

 আর কতবার ধর্ষক হয়েছিলাম
 তার হিসেব কষি বারবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...