সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

বদ্ধতা ~ অরিজিৎ বাগচী

অন্ধকার সরণির এক ঘোলাটে আবহাওয়া, 
অজান্তেই অনবরত গ্রাস করছে আমায় ।। 

:
আস্ফালনের দুটো হাত বার বার বৃথাই ফিরে আসলে ,
চেপে ধরে এক মিশ কালো একাকীত্বের দায় ভার ।।

:
সম্পর্কের শালীনতা সীমা ছাড়ালে,
ঠাই নেয় চিলেকোঠার ছাদের কোনে।। 

:
বোবা স্মৃতির সাথে কথা বলে যাওয়া ফ্যালফ্যালে চোখ,
দেখে দূরে চলে যাওয় চেনা ঠোঁটের হাসি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...