সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

এখন ভাটিয়ালি বন্দী ~ অনিরুদ্ধ দাস

গ্রে মেঘের গায়ে যায় নায়তে
আমি বন্দিশ করি না,
নিই সঙ্গম-রতি সুখ।
:
উড়ালপুল খোপ খোপ...
স্প্লিট এ.সি'র রিংটোন...
প্লাস্টার অফ্ প্যারিসের দেওয়াল...
নিচ্ছি কোকিল নীড়-সুখ
:
তন্হা তন্হা সময় ভাঙ্গে,
ঝুল বারান্দার উঠানে,
আমি আরাম কেদারায়-
বসে রই;
:
আমি চাঁদ বুকে নিতে চাই-
সব সবুজ সবুজ...
ভরন্ত মাঝদরিয়া নিয়ে
হরপল বনবীথি মচ্ত করে,
প্রতি অরুণ উদয় অস্তরাগে ;
:
এখন রসকলি চারু অঙ্গরাগ
ট্যাটু আপটুডেট,
হট শোম্যান;
দিলদরিয়া! এখন ভাটিয়ালি বন্দি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...