রাত্রিকালীন নির্জনতায়, সাগরের উত্তাল ঢেউ নৈঃশব্দকে আলিঙ্গন ক'রে, বিপরীত পারের
কথা বয়ে নিয়ে আসে। প্রতিঘাতে, সুতীব্র অন্ধকার ছিঁড়ে তীব্র আর্তনাদের মতো, কখনো সে কথা কান্না হয়ে ফিরে আসে। বিন্দু বিন্দু মুক্তো জমে সাগরের বুকে।
প্রহর জানে সে ইতিকথা... তবুও, প্রতিকণা নৈঃশব্দকে প্রহর শুষে নিতে চায় আকন্ঠ......কিন্তু ব্যর্থ প্রয়াসে কালের নিয়মে প্রহর মিশে যায় কোলাহলে...শুধু সাক্ষী হয়ে থাকে ইতিকথার। নৈঃশব্দের সঙ্গে মিলন অধরা থেকে যায়।
কথা বয়ে নিয়ে আসে। প্রতিঘাতে, সুতীব্র অন্ধকার ছিঁড়ে তীব্র আর্তনাদের মতো, কখনো সে কথা কান্না হয়ে ফিরে আসে। বিন্দু বিন্দু মুক্তো জমে সাগরের বুকে।
প্রহর জানে সে ইতিকথা... তবুও, প্রতিকণা নৈঃশব্দকে প্রহর শুষে নিতে চায় আকন্ঠ......কিন্তু ব্যর্থ প্রয়াসে কালের নিয়মে প্রহর মিশে যায় কোলাহলে...শুধু সাক্ষী হয়ে থাকে ইতিকথার। নৈঃশব্দের সঙ্গে মিলন অধরা থেকে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন