শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

লজ্জা ~ মানস চক্রবর্তী

আমার বড্ড লজ্জা করে
আমি মুখ লুকোবার জায়গা খুঁজি
চোস্তা- পাঞ্জাবি পড়ে
জ্যাকেট মাফলারে
কবিতা পাঠের আসরে
কবিতা পড়তে যেতে
ঘেন্না করে নিজেকে
অনাহারে মৃত শ্রমিকের কথা বলতে
মানুষের কথা বলতে
মেকি মনে হয় সব
আমার যাওয়ার কথা ছিল মিছিলে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...