শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

যুগল কবিতা ~ রঘুনাথ মণ্ডল

স্বপ্ন (১)

আমাকে ছুড়ে ফেলো নদীতে
বৃষ্টির ফোঁটা ছুঁয়ে কাঁপতে কাঁপতে তীরে আসবো 
 নারীর কোলে কাঁখে দোল খেতে পৌছে যাবো শোবার ঘরে
যার একটাই ঘর.....
কোলে শিশু নেই অনেক বছর

স্বপ্ন ( ২ ) 

সকাল হলেই মা পাশে থাকে না
অনেক ভোরে
ট্রেন ধরে
কাজে যায় ..
ইট বালি মাথায় দিয়ে
বাবুদের ঘর বানায়
আমি একলা ঘরে স্বপ্ন বুনি
বড় হয়ে বাবু হবো
কোন মা কাজে এলে
ছেলের কাছে পাঠিয়ে দেবো 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...