শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

বিষাদ নন্দিনী ~ সমিতা রায় চক্রবর্তী

দেওয়ালে ধরেছে ফাটল ,
চুয়ে পড়ছে তরল থেকে 
তরলতর  বিশ্বাস আস্থা !

মেরামতি র অগাধ চেষ্টা বৃথা
মন্দ লাগে সকল প্রলেপ
মন্দ সবই কথা -

স্মৃতিচারণা য় কেটে যায় দিন ,
কেটে যায় রাত ,
ভঙ্গুর প্রেম ; বিষাদ জাগায় -
মিথ্যে অঙ্গীকারের হাত !

সব যেন ঠিকই আছে
জ্যোত্স্না মেখে চরাচর হাসে -
ঝিল্লি র গান মিলন তিয়াসে ;
নিশি পাখির প্রেমাতূর ডাক !
শুধু বিষাদ নন্দিনীর চোখে জল ; 
ঘন বিষাদে কেন সে ভাসে ?

কাকজ্যোত্স্নায় ঘুম ভাঙ্গা চোখে
হাতড়ে খোঁজে ভালবাসা মাখা দিন -
রাত জাগা চোখ অতল ক্লান্তি মেখে
ফিরে পায় এক সীমাহীন মুহূর্ত ---
বিমর্ষ বেরঙিন !

হেমন্ত রাতের দীপালি কা
জ্বালায় নি আজ মনের আলো ,
দূর গগনের আকাশ দীপে --
ঘ না ন্ধকার গহীন কালো !

ভৈরবী সুর , প্রভাত পাখির গান
প্লাবিত করে না মনের দুকূল -
ম্রিয়মান বসন্ত ; ঝড়ে পড়ে শুকনো
পলাশ ; অকালমরণে আম্র মুকুল !

বিষাদ প্রতিমা তোলো মুখ
মোছ অশ্রুজল ,
দেখ হিয়ার মাঝে অপেক্ষমাণ
শব্দের ভ্রূণ ;
কাব্য রূপে চায় ভূমিষ্ঠ হতে -
করো সৃষ্টি ; উল্লাসে মাতো
প্রাণভরে নাও নিজ সৃষ্টির
সুগভীর পরিমল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...