ভালো করে দেখে বলো, ভাবো সব ঠিক হয়ে যাবে
জলের সরের ‘পর আকাশ ভেঙেছে সাদা ছুরি
আজ আর স্তর নেই কেবল বিন্দুগুলো আছে
ভালো করে চেয়ে দেখো, আজকে চিনতে পারো কিনা।
জলের সরের ‘পর আকাশ ভেঙেছে সাদা ছুরি
আজ আর স্তর নেই কেবল বিন্দুগুলো আছে
ভালো করে চেয়ে দেখো, আজকে চিনতে পারো কিনা।
সবটা যায় কি বোঝা? আধো শীত, হাওয়া দেয়না?
এখনও তোমার কেন জলছবি কেঁপে ওঠে, ভাবো-
সহজ সাজিয়ে নিতে এখন কতটা চাল বাকি
যতটা থমকে আছো, ততটা জবাব মিলবে না।
এখনও তোমার কেন জলছবি কেঁপে ওঠে, ভাবো-
সহজ সাজিয়ে নিতে এখন কতটা চাল বাকি
যতটা থমকে আছো, ততটা জবাব মিলবে না।
সমস্ত চেয়ে দেখো, মাঝখানে সেতু জলছবি
যতটা আকাশ পেলে, গলে গেছে শিকরের ডগা
আধো শীত, কুয়াশায়, তুমি আজও ভয়ে কেঁপে আছো
এখন উত্তর নেই, এবার ফিরেও যেতে পারো।
যতটা আকাশ পেলে, গলে গেছে শিকরের ডগা
আধো শীত, কুয়াশায়, তুমি আজও ভয়ে কেঁপে আছো
এখন উত্তর নেই, এবার ফিরেও যেতে পারো।
ততটা নিজের হয় যতটা জলাঞ্জলি দেওয়া
ভাবো আজ কত সুদ দিতে পারে চুপ স্বাধীনতা।
ভাবো আজ কত সুদ দিতে পারে চুপ স্বাধীনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন