একে একে আজ ফিরে গেছে ওরা
বহুকাল আগে যারা এসেছিল দলবেঁধে
দশদিক হতে হাতে-হাতে ভিক্ষার থালা
তারা আজ একে একে ফিরে গেছে
আমি শুধু শেষবেলা ওদের মুখ দেখেছি
সমস্ত বিরহ কিংবা হতাশায় নীল
চোখের কোণে জমাট পিচুটি দাগ
ওরা নাকি কবিকে ভালবেসেছিল কবিতা ভুলে
প্রতি স্তবকে স্তবকে খুঁজেছিল তারা নিজেকে
আবার কখনও নিষিদ্ধ সন্ধ্যায়
কুমারী স্তনে প্রলেপ দিত ওরা
কবিকে পাওয়ার অকূল কামনায়
সেসব আগুন আজ নিভে গেছে
স্মৃতি বলতে কেবল রেখে কিছু রক্তছাপ
এপাশে ওপাশে পড়ে থাকা ভাঙা করোটি
আর ততাধিক ক্ষত-বিক্ষত হৃদয়
ধ্বংসস্তুপ পাওয়া যায় আমৃত্যু যুদ্ধশেষে
যদিও কবি স্বভাব নির্লিপ্ত তখনও
যেমনভাবে স্থবির অবৈধ আজন্মকাল
তবু রোদ মরা ব্যর্থ শেষবেলায়
শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল তারা-
"ভালো থেকো কবি,
পারলে মনে রেখো
না হলে স্থান দিও কবিতায়
শেষমেশ ওরা সব চলে গেছে
যারা সেদিন দেখেছিল দলবেঁধে
স্বপ্নের মুখাগ্নি করে দশ দিকে
শুধু ওরা ভুলেছিল শ্যাওলামাখা সত্য-
"মৃতের শরীরে কেবল মূককীট বাসা বাঁধে
স্তব্ধ হৃদয়ে কখনও প্রেম ভ্রুণ না "
বহুকাল আগে যারা এসেছিল দলবেঁধে
দশদিক হতে হাতে-হাতে ভিক্ষার থালা
তারা আজ একে একে ফিরে গেছে
আমি শুধু শেষবেলা ওদের মুখ দেখেছি
সমস্ত বিরহ কিংবা হতাশায় নীল
চোখের কোণে জমাট পিচুটি দাগ
ওরা নাকি কবিকে ভালবেসেছিল কবিতা ভুলে
প্রতি স্তবকে স্তবকে খুঁজেছিল তারা নিজেকে
আবার কখনও নিষিদ্ধ সন্ধ্যায়
কুমারী স্তনে প্রলেপ দিত ওরা
কবিকে পাওয়ার অকূল কামনায়
সেসব আগুন আজ নিভে গেছে
স্মৃতি বলতে কেবল রেখে কিছু রক্তছাপ
এপাশে ওপাশে পড়ে থাকা ভাঙা করোটি
আর ততাধিক ক্ষত-বিক্ষত হৃদয়
ধ্বংসস্তুপ পাওয়া যায় আমৃত্যু যুদ্ধশেষে
যদিও কবি স্বভাব নির্লিপ্ত তখনও
যেমনভাবে স্থবির অবৈধ আজন্মকাল
তবু রোদ মরা ব্যর্থ শেষবেলায়
শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল তারা-
"ভালো থেকো কবি,
পারলে মনে রেখো
না হলে স্থান দিও কবিতায়
শেষমেশ ওরা সব চলে গেছে
যারা সেদিন দেখেছিল দলবেঁধে
স্বপ্নের মুখাগ্নি করে দশ দিকে
শুধু ওরা ভুলেছিল শ্যাওলামাখা সত্য-
"মৃতের শরীরে কেবল মূককীট বাসা বাঁধে
স্তব্ধ হৃদয়ে কখনও প্রেম ভ্রুণ না "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন