শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

প্রেম বোধ ~ অনিরুদ্ধ দাস

একটা তাড়না, একটা বোধ
নিয়ে পালিয়ে বেড়াই,
ঘুমঘুম প্রেম নেই
কিন্ত অস্পষ্ট মুখটা আছে
তাঁর নেশায় পালিয়ে বেড়ায়;



তপস্বীর মত---এক সাধনায় মগ্ন
সাধক হয়ে বসে আছি,
মনে--- গুলাম আলির গজল
আমার জিনের পরতে পরতে
নামে---অমর প্রেমের এই সাধনায়
বাউল সুরের ঘুরঘুর
জন্ম জন্মান্তর ধরে

কেন জানি না!
তোকে ঘিরে কোনো
যৌনতার লেশ মাত্র নেই---
আছে, শুধু নৈবদ্যের ধুপের নেশানেশা

তোর কাছে কোনো দায়ও নেই
কোনো দায়িত্বও নেই
আছে ---শুধু নিজের কাছে...

হয়তো তাই
তোর জ্বর, জ্বরে---
সারা দিনরাত্রি ---ঘুমঘুম

একটা যুদ্ধ ---
আমি--- আর মন-আমি
নি:শ্চিত পরাজয়ের আশায়
তেপান্তরের রচনা
কল্পিক সম্পকে`র দোলাচল
নিয়ে ---এই যাপন
এই জীবন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...