প্রতি বছরের শেষে
পাতা ঝরা শীতে
আসে এই বড় দিন ।।
পাতা ঝরা শীতে
আসে এই বড় দিন ।।
মাতা মেরির কোলে
ঈশ্বর শিশু দোলে
যিশু জ্বরে শহর রঙ্গিন ।।
ঈশ্বর শিশু দোলে
যিশু জ্বরে শহর রঙ্গিন ।।
কিন্তু রোজ সকালে
ওই চায়ের দোকানে
যিশু কেন খাটে রাত-দিন ?
ওই চায়ের দোকানে
যিশু কেন খাটে রাত-দিন ?
অথবা কোনো সিগন্যালে,
যিশুরা গাড়ির নাগালে,
নগ্নদৌড় কেন খিদের সন্ধানে ?
যিশুরা গাড়ির নাগালে,
নগ্নদৌড় কেন খিদের সন্ধানে ?
হয়তো কোনো ডাস্টবিনে
ফুটপাথে কিম্বা উঠোনে
আজও যিশুরা মৃত্যুর সম্মুখীন ।।
ফুটপাথে কিম্বা উঠোনে
আজও যিশুরা মৃত্যুর সম্মুখীন ।।
তাও শহর মাতে
কেন্ডেল হাতে মাঝরাতে
যিশু কে বরণ উৎসবে ।।
কেন্ডেল হাতে মাঝরাতে
যিশু কে বরণ উৎসবে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন