অনেক রাতেও বৃষ্টি হয়,
ভিজে যায় চাঁদ আর ভিজে চন্দ্রবিন্দু।
তখন শুধু শীত করে আর জ্বর হয়।
ঘোর লাগানো জ্বর।
ভিজে যায় চাঁদ আর ভিজে চন্দ্রবিন্দু।
তখন শুধু শীত করে আর জ্বর হয়।
ঘোর লাগানো জ্বর।
ফেসবুকের রোদ্দুর গ্রুপের জন্ম ২৬শে মার্চ ২০১৫ । আমাদের প্রাত্যহিক জীবনে এক চিলতে উজ্জ্বল রোদ্দুরের সুতীব্র স্পৃহা থেকেই জন্ম রোদ্দুরের । রোদ্দুরের প্রতি মাসের নির্বাচিত সেরা লেখাগুলি স্থান পেয়েছে এখানে
উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন