শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

এপিটাফ বিষয়ক ~ দূর্বার শর্মা

অবশেষে বৃষ্টি হয়ে যাবার পর
ভেজা খাট আগলে শুয়ে
একপ্রস্থ সন্ধ্যে - 
অভিস্রবণ হচ্ছিল
শেষ হতেই গড়িয়ে পড়লাম
চৌরাসিয়া ইমন বাজাচ্ছিলেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...