প্রান্তর ঢেকে দেয় ক্লান্ত অপরাহ্ন
চশমায় নেমে আসে অতীত বিকেল,
তিরিশ বছরের চোখ ৷৷
অস্পষ্ট পিছুটান!
পথে পথে ছড়িয়ে যায়
আমার কিশোর বয়স
আর ঠিক তখনি
কনে দেখা আলো মেখে
ছাদে এসে দাঁড়ায় বিস্মৃত কিশোরী
ওড়না উড়িয়ে দেয় সে আকাশে!
আমারো মনে পড়ে যায়
সিঁড়ির আড়াল, পদস্খলন
কে যেন আমায় অরণ্য বলে ডেকেছিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন