শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

শ্রাবণের দেয়ালে যা যা লিখেছি ~ শান্তনু দাস


  • *প্ররোচিত*
    রাতের শরীর ছুঁয়ে দিলাম জ্যোৎস্না-টুকু দিয়ে দু এক লাইন লিখব শুধু আজকে তোমায় নিয়ে ৷
    **নদী**
    ভাবনা দিয়ে তৈরি হল নদী নাম রেখেছি ,ইছামতি তার বিকেলবেলা দেখতে যাব তাকে কালকে বাদে পরশু শনিবার ৷৷
    *বৃষ্টি*
    কাউকে বলি 'দুরে যাও'
    কাউকে 'ভালবাসি' !
    মেঘলা দিনে আমিও আজ- বৃষ্টিবিলাসি ৷৷
    *সম্বল*
    বৃষ্টিপাতে বৃষ্টিপাতে তপ্ত শরীর জুড়াতে,
    নিস্ব হাত পেতে রাখি আজ ভালবাসা কুড়াতে ৷৷
    ** ইচ্ছে **
    তার চোখে চোখ রেখে নিমগ্ন সংলাপে সকাল গুলো কাটবে আমার গরম চা এর কাপে ৷৷
  • 18/09/2015 19:27

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...