শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

সম্পাদীকার ডেস্ক

"শরত তোমার অরুণ আলোর অঞ্জলি 
ছড়িয়ে  গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি " 


সোনা ঝরা নীল আকাশ , পেঁজা তুলোর মতো মেঘ আর আসন্ন দুর্গা পুজোর আনন্দোচ্ছাস গায়ে মেখে নিয়ম মাফিক এসে গেল শরত কাল । 

ইতিমধ্যে রোদ্দুর পদার্পণ করলো ছ মাসে । এই ছ মাসে নিজের রোদেলা পরিচয়ের অনন্য আখরে নিজেকে স্ব চিহ্নিত করেছে সে । রোদ্দুর কে নিয়ে অনেক স্বপ্ন । আগামী তে সে স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা নিয়েই রোদ্দুরের তৃতীয় ব্লগ স্পট প্রকাশিত হল । 

রোদ্দুরের এই যাত্রাপথে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা আর সাহচর্যের কথা একান্তভাবেই উল্লেখ্য । আপনাদের এই সহমর্মিতার হাত ধরেই  আকাশ উড়ান শুরু করছে রোদ্দুর । 

রোদ্দুরের স্বপ্ন পূরণে সাথে থাকুন । পাশে থাকুন । আনন্দ ভৈরবীর সুর ছড়িয়ে যাক দিক থেকে দিগন্তে ...

Because ... We have the potential 
              to be .. what We want to be 


শুভেচ্ছান্তে ,

পিয়ালী বসু 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...