হে দীনদয়াল, এ জগতের কিছুই কি দেখো না
মানুষজন আর তেমন করে তোমায় খোঁজে না ।
খুঁজতো যদি খুঁজতো তবে মনের ভেতরেই
সকাল বিকেল মাইক বেয়ে ঝরে পড়তে না ।
মানুষজন আর তেমন করে তোমায় খোঁজে না ।
খুঁজতো যদি খুঁজতো তবে মনের ভেতরেই
সকাল বিকেল মাইক বেয়ে ঝরে পড়তে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন