তোরই সাথে এক বিকেলে ভিজব বলে
নতুন করে শিখছি আবার মেঘ মল্লার
রং-বেরঙের বর্ষাতি আর ছাতার ভিড়ে
দূরপাল্লার বাস গুমটির অবুঝ দেওয়াল।
বৃষ্টিভেজা জিন্স-টিশার্টে ঝুঁকিয়ে মাথা
এনক্যুয়ারি কাউন্টারে ঝাঁকড়া চুলে,
প্রতিবাদের ঝড় তুলে দুই ক্লান্ত পায়ে
দাঁড়িয়ে ছিলি, দেখলি হঠাৎ দু’চোখ তুলে।
ঘুরে গেছে বছর, সেটাই কালের নিয়ম
ভুলে গেছিস অনেক কিছুই...কমপ্রোমাইজ?
আমার রাতে আজও শুধুই জোনাক জ্বলে
একলা রাতের নির্জনতায় স্যাক্রিফাইস।
যোগাযোগের রাস্তা ছিল হাজার রকম
ঘাটতি ছিল মনের পথে পা বাড়ানোয়
হয়ত আবার সূর্য ডুবে আসবে যখন
হঠাৎ হবি মুখোমুখি শেষ ঠিকানায়।
নতুন করে শিখছি আবার মেঘ মল্লার
রং-বেরঙের বর্ষাতি আর ছাতার ভিড়ে
দূরপাল্লার বাস গুমটির অবুঝ দেওয়াল।
বৃষ্টিভেজা জিন্স-টিশার্টে ঝুঁকিয়ে মাথা
এনক্যুয়ারি কাউন্টারে ঝাঁকড়া চুলে,
প্রতিবাদের ঝড় তুলে দুই ক্লান্ত পায়ে
দাঁড়িয়ে ছিলি, দেখলি হঠাৎ দু’চোখ তুলে।
ঘুরে গেছে বছর, সেটাই কালের নিয়ম
ভুলে গেছিস অনেক কিছুই...কমপ্রোমাইজ?
আমার রাতে আজও শুধুই জোনাক জ্বলে
একলা রাতের নির্জনতায় স্যাক্রিফাইস।
যোগাযোগের রাস্তা ছিল হাজার রকম
ঘাটতি ছিল মনের পথে পা বাড়ানোয়
হয়ত আবার সূর্য ডুবে আসবে যখন
হঠাৎ হবি মুখোমুখি শেষ ঠিকানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন