সেই যে কবে হারিয়ে যেতে ছেয়েছি অচেনা রাস্তায়,
ভীষন বৃষ্টিতে।
মুখ মনে পড়ে ,এক গুচ্ছ, কদমফুল.....।
ভীষন বৃষ্টিতে।
মুখ মনে পড়ে ,এক গুচ্ছ, কদমফুল.....।
রোদ হলেএইখানে,খেলা করে জোড়া শালিক
ভরা সন্ধ্যায় ফিরে যায়।
টিনের চালা হতে বৃষ্টি পড়া দেখতে দেখতে ,
হাত খানা ধরে কেও এক দিন বলেছিল, “এস বৃষ্টিতে ভিজি” ।
ভরা সন্ধ্যায় ফিরে যায়।
টিনের চালা হতে বৃষ্টি পড়া দেখতে দেখতে ,
হাত খানা ধরে কেও এক দিন বলেছিল, “এস বৃষ্টিতে ভিজি” ।
তুমিও ছেয়েছিলে একগুচ্ছ কদম ফুল,
গত বর্ষায় যতবার বলেছিলে ,তার থেকেও বেশিবার ভুলে গেছি ।
সেই যে কবে হারিয়ে যেতে চেয়েছিলাম ,
অচেনা রাস্তায় ভীষণ বৃষ্টিতে ...............,
বেমালুম সব ভুলে গেছি!
গত বর্ষায় যতবার বলেছিলে ,তার থেকেও বেশিবার ভুলে গেছি ।
সেই যে কবে হারিয়ে যেতে চেয়েছিলাম ,
অচেনা রাস্তায় ভীষণ বৃষ্টিতে ...............,
বেমালুম সব ভুলে গেছি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন