শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

মরণ সাধার ধ্যানে ~ লুতফুল হোসেন


দমকা হাওয়া হঠাৎ এসেই
জানালা পেরিয়ে কাগজ উড়িয়ে,
করলো যতনে টেবিলে জমানো
কথার অযুত বাহানা গুলোকে সাফ্ ।
বেহায়া আলোক মুখটা লুকিয়ে
সন্ ধি ভাঙার সুযোগ মিলতে
সহসা সকল আঁধার উড়িয়ে
পুরোটা ঘরেই জাগিয়ে তুললো রাত ।
আষাঢ় শ্রাবণ মাসেরা কিযেনো
কুটিল গোপন ফন্ দি ফিকিরে
মরিয়া মেতেছে, যেনোবা কবির
ভাবনা তাড়ানো মহিমা মাখানো কাজ ।
জানেনা আদপে কাগজে আঁকানো
আবেগ মাখানো কথার দ্যোতনা
ঘুণের কামড়ে কবিকে খেয়েছে
পোকার মতোন সারাটা জীবন ভর ।
কিছুটা উদাসী মাতাল বাতাস
খেয়ালী জলের কতক ফোঁটায়
কিয়দ হেঁয়ালী ছড়িয়ে ভেবেছে –
তাতেই হারাবে তাবৎ ভাবনা আজ !
আকাশ কতোটা গভীর জেনেছে
মনের খবর ! চাঁদের নরোম
রূপালী আলোক যতোটা ছুঁয়েছে
নাজুক ভাবুক মনের গভীর তান !
ততোটা যতনে নারীও টানেনি,
বুকের শেকড়ে কিছুটা আনেনি,
খেয়ালী বীণায় সুরের মাতমে,
ভুলেও খানিক বাজাতে পারেনি গান ।
অবাক কথার কবিতা গড়ার
আপন আকুতি প্রাণের গহীনে
হৃদয় লোবাণে যাপনে তাহারে
নিয়ত পুড়িয়ে পুরোটা করেছে ছাই ।
যতোই দাপুটে ঝড়ের শরীরে
আঘাতে হন্ তা চালাক চাবুক,
গোপন গভীরে লোহিত কণিকা
কথাকে আগলে জিইয়ে রেখেছে প্রাণে ।
পংক্তি বোনার স্বগত স্বভাব
বহতা নদীর জলের মতোন
কুশলী কথার মোড়োকে মোড়ানো
যাতনা বিলাসী কবিকে রেখেছে
সতত ক্লিশের গভীরে দাঁড়িয়ে
প্রাণের আবেগে জীবন মাতানো
হাসির দমকে মরণ সাধার ধ্যানে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...