পিয়নের হাতে আজকাল ফিরিয়ে দিই চিঠি
একদা যা ছিল নির্জন আহবান
;
স্মৃতির পুণ্যতোয়াতে বিগত জন্মের ছাপ থাকেনা
তাই ... বিষাদের জাহাজ অবশেষে ভিড়লো
ভীষণ চেনা নৈঃশব্দ্যের শহরে
;
ভেবেছিলাম শিমুলের ডানা হয়ে উড়ে যাবো একদিন
কিন্তু ... যাওয়া আর হয়নি
;
বাতাসে বাতাসে পোয়াতি ঘ্রাণের মতো ভালোবাসা
কেবল আজও অমলিন আছে ... মৌন শরীরের বিষাদ পটে
একদা যা ছিল নির্জন আহবান
;
স্মৃতির পুণ্যতোয়াতে বিগত জন্মের ছাপ থাকেনা
তাই ... বিষাদের জাহাজ অবশেষে ভিড়লো
ভীষণ চেনা নৈঃশব্দ্যের শহরে
;
ভেবেছিলাম শিমুলের ডানা হয়ে উড়ে যাবো একদিন
কিন্তু ... যাওয়া আর হয়নি
;
বাতাসে বাতাসে পোয়াতি ঘ্রাণের মতো ভালোবাসা
কেবল আজও অমলিন আছে ... মৌন শরীরের বিষাদ পটে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন