ইদানীং দরজা কবাট খুলেই রাখি
কারণ মনের ঘরে বেবাক জঙ:
সঙের মতো মুখোশ এঁটে রাখি
মন টা যাতে চিচিং ফাঁকে না দেয় ফাঁকি;
ডাকহরকরা আসে যায়; রোজ থাকি
একটা খামের আশায়; খোকা যে
বিদেশ গেছে অনেক দিন; ঠিক ততদিন
আমার বুড়োটে মনটাও নদীর ভাঙনে গড়াগড়ি খায়;
আশেপাশের লোকে বলে
খোকা তোমায় গেছে ভুলে; তাও কি হয়?
হাড় হিম ঠাণ্ডা বাতাস বুক টা কনকনায়;
তবু বলি গত হপ্তায় তো একটা চিঠি এলো;
তোমরা বাপু হয় কে নয় বলো;
দরজাটা খুলেই রাখি আশায়
খামটা ছিটকে পড়লেই ত্বরিত কুড়িয়ে
নেওয়া যায়; খোকা আমার একটু
ভুলো; পিঠে বাঁধি কুলো আর
কানে তুলো -দরজাটা খুলেই রাখি
ভুলে- হিম বাতাস আর বৃস্টি আসে ঠেলে
কারণ মনের ঘরে বেবাক জঙ:
সঙের মতো মুখোশ এঁটে রাখি
মন টা যাতে চিচিং ফাঁকে না দেয় ফাঁকি;
ডাকহরকরা আসে যায়; রোজ থাকি
একটা খামের আশায়; খোকা যে
বিদেশ গেছে অনেক দিন; ঠিক ততদিন
আমার বুড়োটে মনটাও নদীর ভাঙনে গড়াগড়ি খায়;
আশেপাশের লোকে বলে
খোকা তোমায় গেছে ভুলে; তাও কি হয়?
হাড় হিম ঠাণ্ডা বাতাস বুক টা কনকনায়;
তবু বলি গত হপ্তায় তো একটা চিঠি এলো;
তোমরা বাপু হয় কে নয় বলো;
দরজাটা খুলেই রাখি আশায়
খামটা ছিটকে পড়লেই ত্বরিত কুড়িয়ে
নেওয়া যায়; খোকা আমার একটু
ভুলো; পিঠে বাঁধি কুলো আর
কানে তুলো -দরজাটা খুলেই রাখি
ভুলে- হিম বাতাস আর বৃস্টি আসে ঠেলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন