স্টোনচিপস্ ফেলা রাস্তাটায় কৃষ্ণমেঘের ছায়া
সাইকেল চাকায় প্রতীক্ষিত পদাবলীর সুর ...
বৃন্দাবনী হাওয়ায় কানাঘুসো ফিসফিস ;
ছাদের ঘুলঘুলি থেকে ভাসা চোখ
থমকানো কিছু মুহূর্ত ;
বেনী খোলা দুপুরে চোখাচোখি
ঢিমে রোদ্দুরের আলসে ঘেঁসে...
রাধা রাধা নীল আকাশিয়া আখড়ায়
কথাগুলোর গায়ে পরাগের হলুদ রোমাঞ্চ ;
চিবুকের ছায়াঘন নিবিড়তা ঘিরে
অতল নৈঃশব্দের চোরাঢেউ তিলকছাপ.....
ঠোঁটের ওপর সর্বনাশা সেই তিল নজরবন্দী,
রহস্যের চৌকাঠে নিধুবনের শিহরণ ;
তখন চুপকথারা লাজুক আধফোটা খই--
সাইকেল চাকায় প্রতীক্ষিত পদাবলীর সুর ...
বৃন্দাবনী হাওয়ায় কানাঘুসো ফিসফিস ;
ছাদের ঘুলঘুলি থেকে ভাসা চোখ
থমকানো কিছু মুহূর্ত ;
বেনী খোলা দুপুরে চোখাচোখি
ঢিমে রোদ্দুরের আলসে ঘেঁসে...
রাধা রাধা নীল আকাশিয়া আখড়ায়
কথাগুলোর গায়ে পরাগের হলুদ রোমাঞ্চ ;
চিবুকের ছায়াঘন নিবিড়তা ঘিরে
অতল নৈঃশব্দের চোরাঢেউ তিলকছাপ.....
ঠোঁটের ওপর সর্বনাশা সেই তিল নজরবন্দী,
রহস্যের চৌকাঠে নিধুবনের শিহরণ ;
তখন চুপকথারা লাজুক আধফোটা খই--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন