শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

প্রেমের রসকলি - শ্রীলেখা মুখার্জ্জী

স্টোনচিপস্ ফেলা রাস্তাটায় কৃষ্ণমেঘের ছায়া
সাইকেল চাকায় প্রতীক্ষিত পদাবলীর সুর ...

বৃন্দাবনী হাওয়ায় কানাঘুসো ফিসফিস ;

ছাদের ঘুলঘুলি থেকে ভাসা চোখ
থমকানো কিছু মুহূর্ত ;

বেনী খোলা দুপুরে চোখাচোখি 
ঢিমে রোদ্দুরের আলসে ঘেঁসে...

রাধা রাধা নীল আকাশিয়া আখড়ায়
কথাগুলোর গায়ে পরাগের হলুদ রোমাঞ্চ ;

চিবুকের ছায়াঘন নিবিড়তা ঘিরে
অতল নৈঃশব্দের চোরাঢেউ তিলকছাপ.....

ঠোঁটের ওপর সর্বনাশা সেই তিল নজরবন্দী,
রহস্যের চৌকাঠে নিধুবনের শিহরণ ;

তখন চুপকথারা লাজুক আধফোটা খই--

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...