শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

অপরাজিতা - কৃষ্ণকলি খাটুয়া

খোলা আকাশের নীচে প্রাণ খুলে কাঁদার অধিকার আমার নেই , নেই মনের কথা খুলে বলার অধিকার ;
ভাটিয়ালী সুরের ছন্দে জীবনের সুখ ভোগের অধিকার ? না , বিধাতা পুরুষ সেই অধিকারও দেননি আমায় ..!
যদিও তাঁরই অসীম কৃপায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার পরীক্ষাতে প্রথম স্থানটা বরাবর আমারই !
তবুও ..কোন এক নিঃসঙ্গ মধ্যরাতে অব্যক্ত যন্ত্রণা আর বুকের মধ্যে গুমরে মরা দলা পাকানো অভিমান বাষ্প বেরিয়ে আসে নীরব অশ্রুবিন্দু হয়ে ..
দু চোখ বেয়ে নাকের ডগা দিয়ে গড়িয়ে পড়ে তা ভিজিয়ে দেয় -সমস্ত যন্ত্রণার সাক্ষী বালিশটাকে !
বুকের মধ্যে সংগোপনে রাখা ক্ষতটা ক্রমে গভীর থেকে হয় গভীরতর ...
ডানাকাটা কবুতরের মত ছটফট করতে থাকা ক্ষত বিক্ষত হৃদয় খোঁজে মুক্তির পথ ...আর অসহায় ভাবে তাকিয়ে দেখতে হয় চড়া নিলামে বিকিয়ে গেছে বহু আকাঙ্ক্ষিত সেই মুক্তির সিঁড়ি !!
জানি ,বন্ধু জানি ..
চির উদ্দামের অভিনয়ে হারা চলে না কোনও মতে ,
তাতে যে সৃষ্টির দুর্নাম , স্রষ্টার অপবাদ !
যন্ত্রণাকে অলংকার করে মেতে উঠি তাই নিজের মুক্তির পথ নিজে গড়ে নিতে ,
যে পথে মুক্তি পাবে হাজারো 'আমি ' ..
সৃষ্টি -ধ্বংসের উন্মাদনায় প্রাণ ভরে হেসে বলে উঠি - "জিতেছি , আমি জিতেছি ...আমি জয়ী !"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...