মনের অনেক গভীরে অনাদি নৈঃশব্দ্যের সামনে দাঁড়িয়ে নিজেও কতবার নিঃশব্দ হয়েছি কে জানে!
খানখান নিজেকে ভেঙে জুড়তে চেয়েছি অভ্যাসবশত। অন্যস্বত্ত্বা অনর্গল হয়েছে টিকে থাকার লড়াইয়ের প্রয়োজন মেটাতে।
তোমাকে খুঁজেছি আশেপাশে। নেই তুমি...
যে রঙ মুঠোভরে আকাশ রাঙিয়েছে সেই মুঠোতেই শূন্যতাও মুষ্টিবদ্ধ।
বিস্ময় নেই কোনো। ভাবাবেগ, ভালোবাসা, ঘেন্না, প্রাপ্তি নীল সীমানায় একের পর এক রঙ ছড়িয়েছে...
সন্তর্পনে বেছে নিতে হবে শুধুই প্রাপ্তিটুকু।
ভালোবাসা তুমি বেঁচে থাকো সকল হৃদয় জুড়ে। বাকিটুকু বয়ে যাক...
কলকল ধ্বনিতেও নদীরও নৈঃশব্দ্য আছে। চেন কি? সময়ের হাতে হাত রেখে কোন দৃঢ় অঙ্গীকারে সে ছোটে বটে! তবু ওকেও ক্লান্তি, বিষণ্ণতা ছুঁয়ে গেছে।
পারো যদি দুহাত বাড়িয়ে জড়িয়ো তাকে.
খানখান নিজেকে ভেঙে জুড়তে চেয়েছি অভ্যাসবশত। অন্যস্বত্ত্বা অনর্গল হয়েছে টিকে থাকার লড়াইয়ের প্রয়োজন মেটাতে।
তোমাকে খুঁজেছি আশেপাশে। নেই তুমি...
যে রঙ মুঠোভরে আকাশ রাঙিয়েছে সেই মুঠোতেই শূন্যতাও মুষ্টিবদ্ধ।
বিস্ময় নেই কোনো। ভাবাবেগ, ভালোবাসা, ঘেন্না, প্রাপ্তি নীল সীমানায় একের পর এক রঙ ছড়িয়েছে...
সন্তর্পনে বেছে নিতে হবে শুধুই প্রাপ্তিটুকু।
ভালোবাসা তুমি বেঁচে থাকো সকল হৃদয় জুড়ে। বাকিটুকু বয়ে যাক...
কলকল ধ্বনিতেও নদীরও নৈঃশব্দ্য আছে। চেন কি? সময়ের হাতে হাত রেখে কোন দৃঢ় অঙ্গীকারে সে ছোটে বটে! তবু ওকেও ক্লান্তি, বিষণ্ণতা ছুঁয়ে গেছে।
পারো যদি দুহাত বাড়িয়ে জড়িয়ো তাকে.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন