শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

নতুন মন্ত্র - অমিতাভ সরকার

নগর ভরেছে বেহদ্দ কোলাহলে 
চারিপাশে বীভৎস চীৎকার। 
সভ্যতার মন্থনের হলাহলে 
গা ভাসায় নাগরিক সমাজ। 
:
আমার কানে বাঁশুরিয়া বাঁশি 
ধানের ক্ষেতে বাতাস বাঁধে সুর 
শাল-মহুলের ফিস্ ফিসানি স্বরে 
ভোরের হাওয়ায় সোনার রোদ্দুর।

আমি তাই পালাই বারে বারে 
উদাসী বাউল একতারার তানে
পাহাড়িয়া ঝর্ণার মিষ্টি বোলে 
দোয়েল, শ্যামা নাচে সোনার ধানে। 
:
পুটুস আর শিয়াকুলের স্বাদে 
পলাশ ফাগে রাঙ্গিয়ে নিয়ে মন 
ফিরে আসি ফিনিক্স পাখী হয়ে 
নতুন মন্ত্রে গার্হস্থ্য জীবন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...