শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

শব্দ নেই - দূর্বা মিত্র

শীতকাল | সামনের মাঠে ক্রিকেট - ফুটবল - বয়স্ক মানুষদের ছোট একটা গল্পের দল |
এক কোণে কটা স্লিপ - ঢেঁকি - দোলনা | কজন তরুণী মা - কথা বলছে বেঞ্চে বসে | ঘাসে বসা কজন আয়ামাসি - পান দোক্তায় মশগুল 
দূর থেকে দেখলে মনে হবে কোনো শুটিং হচ্ছে | |

শ পাঁচেক মিটার দূরে এক বিশাল চার তলা বাড়ি | সাদা দেয়ালের আভিজাত্য - মেটে লাল রঙের জানলা দরজা | বাগান ভর্তি ফুলন্ত গাছ - ফোয়ারা - পাথরের মূর্তি - বেঞ্চি | সামনের পোর্টিকো তে বিদেশী গাড়ি - সাদা | 

চোখ ফেরানো যায় না সে রূপ থেকে | তবে কান পাতার দরকার নেই | এই প্রাসাদের একচ্ছত্র অধিপতি হচ্ছে - নৈঃশব্দ ! 
বিরাট ব্যবসায়ী ও তাঁর স্ত্রী -নিজেদের মধ্যে বা কাজের লোকেদের সাথেও কথা বলেন না আজ দশ বছর |

যমজ ছেলে মেয়ে তাঁদের - হেলেন কেলার ইনস্টিটিউট এ পড়ে |

ভাইবোন জন্মাবধি - অন্ধ - মূক - বধির | নৈঃশব্দ ও স্পর্শ - তাদের জীবনসাথী | 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...