দূরন্ত গতিতে ছুটছে ট্রেন জঙ্গলের মাঝে। রাত নামতেই মাথার ওপরের লাইটগুলো নিভছে।দুলুনি ঘুমের প্রাথমিক প্রস্তুতি শুরু ।নির্ধারিত সময়ের দুই ঘন্টা দেরিতে ট্রেন।সকলের নাক থেকে বিভিন্ন ঘরানার রাগপ্রধান সুর বাজছে।আমার পঞ্চইন্দ্রিয় সজাগ।বড় ভুল কলকাতা যাওয়ার পরিকল্পনা করে,এটাই অনিবার্য।
একটা সম্পর্কের জাহাজ আজ দিক নির্ণয়ের ভুলে নিরেট হিমবাহের সাথে ধাক্কা খেয়ে চূর্ণবিচূর্ন।স্বামী, সংসার ফেলে ছুটছি মরিচীকার মোহে।বরফ শীতল অপরাধবোধে শকুনের মত অভিশাপ দিচ্ছি।সব কিছু আয়ত্তের বাইরে।ঈশ্বরের শরনাপন্ন আমি, উচ্চারিত হচ্ছে সকলের মঙ্গল কামনা।নিজেকে পঙ্গু বলে মেনে নিয়েছি,বাকি জীবনটা ক্র্যাচে ভর দিয়ে চলার।
একটা সম্পর্কের জাহাজ আজ দিক নির্ণয়ের ভুলে নিরেট হিমবাহের সাথে ধাক্কা খেয়ে চূর্ণবিচূর্ন।স্বামী, সংসার ফেলে ছুটছি মরিচীকার মোহে।বরফ শীতল অপরাধবোধে শকুনের মত অভিশাপ দিচ্ছি।সব কিছু আয়ত্তের বাইরে।ঈশ্বরের শরনাপন্ন আমি, উচ্চারিত হচ্ছে সকলের মঙ্গল কামনা।নিজেকে পঙ্গু বলে মেনে নিয়েছি,বাকি জীবনটা ক্র্যাচে ভর দিয়ে চলার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন