শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

আর্তি - সঞ্জয় সিনহা

নিরন্তর আমার আকাশ মেঘ করে আছে
তুমি স্নিগ্ধতা আমার মেঘলা বিকেল,
কোথায় যাবে তুমি আমায় ছেড়ে!

আবেশ লিপ্ত তুমি স্পর্শ তোমার রাঙ্গা উদ্ভাসে,
নিবিড় না হোক স্পৃষ্টতায় উত্তাল শ্বাস, 
দোলাচল ধমনী বেয়ে আকাশ বুঝেছে!
যেও না গো তুমি দূরের আকাশ
অদেখার ভীড়ে আমায় একলা করে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...