শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

কর্তব্য - রীনা রায়

'নির্ধারিত' সময়ের় দুঘন্টা পর 'ট্রেন' স্টেশনে ঢুকলো। সন্ধ্যে হয়ে এসেছে, 'জঙ্গলে'র পথে অনেকটা যেতে হবে। 
মধ্যপ্রদেশের এক প্রত্যন্তাঞ্চলে এক বিশেষ অপারেশনের দায়িত্ব নিয়ে এসেছে আইপিএস সোমদত্তা সেন।
'প্রাথমিক'ভাবে ও জেনেছে, একটি ডাকাতদল রাতের অন্ধকারে ট্রেন থামিয়ে শুধুমাত্র ধনীদের সর্বস্ব লুঠ করে।
স্থানীয় পুলিশের এক বড়কর্তা ওর কথা শুনে ওকে ওখানে যেতে অনুরোধ করেছেন।
সাহসী সোমদত্তা খুশীমনে দায়িত্ব নিয়েছে।
ডাকাতের দলকে 'আয়ত্বে' আনতে ছক 'নির্ণয়' করে এগোতে হবে, 'ভুল' করা চলবেনা।


'মঙ্গল' ডাকাত অঞ্চলের সবার চোখে দেবতা।
ধনীদের লুঠ করে গরীবদের গ্রাসাচ্ছেদন করতো।


হতদরিদ্র মানুষগুলোকে দেখে সোমদত্তার মনটা নরম হলেও কর্তব্য আগে।'অপরাধ' করলে শাস্তি 'অনিবার্য'।
রিভলভার হাতে এগিয়ে গেল ও--

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...