সুখটা ঘুমিয়ে পড়ে
অসুখের কোলে
শিরায় শিরায় বয়ে চলা
উত্তপ্ত লাভা
স্তিমিত হয়ে পড়ে হঠাৎ
ধুকপুক করা হৃদস্পন্দন
থেমে যায় মুহূর্তেই
একটি অবুঝ শিশু
ক্যান্সার নামক ব্যাধি
জীবনের পরিসমাপ্তি অবেলায়
অসুখের কোলে
শিরায় শিরায় বয়ে চলা
উত্তপ্ত লাভা
স্তিমিত হয়ে পড়ে হঠাৎ
ধুকপুক করা হৃদস্পন্দন
থেমে যায় মুহূর্তেই
একটি অবুঝ শিশু
ক্যান্সার নামক ব্যাধি
জীবনের পরিসমাপ্তি অবেলায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন