শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

প্রয়াণ - বিলকিস বি পলি

সুখটা ঘুমিয়ে পড়ে 
অসুখের কোলে
শিরায় শিরায় বয়ে চলা
উত্তপ্ত লাভা
স্তিমিত হয়ে পড়ে হঠাৎ
ধুকপুক করা হৃদস্পন্দন
থেমে যায় মুহূর্তেই
একটি অবুঝ শিশু
ক্যান্সার নামক ব্যাধি
জীবনের পরিসমাপ্তি অবেলায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...