যেখানে মেঘের পরে আকাশের বাড়ি
অচেনা হাতের সাথে চোখের কোলাজ
সে যুবক ফিরে যাক ...নক্ষত্র ঝরেছে আবেশে
সুরঞ্জনা ...ঘাসের বুকে ফিরে এসো আজ
ফিরে এসো ফুল হয়ে ঢেউ আর পাখির মিছিলে
হৃদয় পেতেছে মাঠ ...আকাশের চিঠি হয়ে এসো
ও যুবক কতটুকু চিনেছে তোমায় দূর থেকে
দেরি হোক তবুও যেন আমাকেই শুধু ভালোবেসো
কথা বলো হাসো আর মন থেকে মন উড়ে চলে
আমারও হাজার কথা জমে থাকে শিশিরের গায়ে -
মাটি হয়ে শুয়ে আছো কোথাও বুকের কাছাকাছি
তার প্রেম ঘাস হয়ে চুমে গেছে ওই দুটি পায়ে
সুরঞ্জনা ...
হৃদয়ের রঙ যেন একাকার সবুজে ও ঘাসে
তোমার দিব্যি করে বাতাসও ছুঁয়েছি ভালোবেসে
আকাশ পেরিয়ে আজ আকাশের আরো কাছে এসে
অচেনা হাতের সাথে চোখের কোলাজ
সে যুবক ফিরে যাক ...নক্ষত্র ঝরেছে আবেশে
সুরঞ্জনা ...ঘাসের বুকে ফিরে এসো আজ
ফিরে এসো ফুল হয়ে ঢেউ আর পাখির মিছিলে
হৃদয় পেতেছে মাঠ ...আকাশের চিঠি হয়ে এসো
ও যুবক কতটুকু চিনেছে তোমায় দূর থেকে
দেরি হোক তবুও যেন আমাকেই শুধু ভালোবেসো
কথা বলো হাসো আর মন থেকে মন উড়ে চলে
আমারও হাজার কথা জমে থাকে শিশিরের গায়ে -
মাটি হয়ে শুয়ে আছো কোথাও বুকের কাছাকাছি
তার প্রেম ঘাস হয়ে চুমে গেছে ওই দুটি পায়ে
সুরঞ্জনা ...
হৃদয়ের রঙ যেন একাকার সবুজে ও ঘাসে
তোমার দিব্যি করে বাতাসও ছুঁয়েছি ভালোবেসে
আকাশ পেরিয়ে আজ আকাশের আরো কাছে এসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন