অবশেষে এক ক্লান্ত দিনের শেষে -
মনের কোনে এক অন্য অভিপ্রায় !!
এগিয়ে চলেছি এবার সমাপ্তির পথে,
ঘটনা বহুল জীবনের পরিবেশন শেষে
এক অজানা পথের দিকে,
অনেক দূরত্ব লঙ্ঘন করে এগিয়ে চলেছি....
যেদিকে তাকাই এক শূন্যতা ভেসে ওঠে
তার ফাঁকে ফাঁকে এক অদ্ভুত অনুরণন...
জীবনের আবছা জলছবি ফুটে ওঠে;
মনের কোনে এক কূয়াশাচ্ছন্ন আশঙ্কার মেঘ-
জন্ম থেকে মৃত্যু; এ পথের শেষ ঠিকানায়
মনের কোনে এক অন্য অভিপ্রায় !!
এগিয়ে চলেছি এবার সমাপ্তির পথে,
ঘটনা বহুল জীবনের পরিবেশন শেষে
এক অজানা পথের দিকে,
অনেক দূরত্ব লঙ্ঘন করে এগিয়ে চলেছি....
যেদিকে তাকাই এক শূন্যতা ভেসে ওঠে
তার ফাঁকে ফাঁকে এক অদ্ভুত অনুরণন...
জীবনের আবছা জলছবি ফুটে ওঠে;
মনের কোনে এক কূয়াশাচ্ছন্ন আশঙ্কার মেঘ-
জন্ম থেকে মৃত্যু; এ পথের শেষ ঠিকানায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন