বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

প্রত্যাবর্তন - বিলকিস বি পলি

নিঃসঙ্গ যাপনের অভিপ্রায়
শূন্য হয় তোমার ছোঁয়ায়
শেওলা জমা একাকীত্বে
ধীরে ধীরে জন্ম নেয়
রক্তকরবী ভালোবাসা

ভায়োলিনের করুণ পরিবেশনে
দূরত্ব বেড়েছিলো যে প্রেমে
আগল দেয়া কপাটে আজ তার
স্মৃতিমেদুর অনুরণন

সমাপ্তির পথ ধরে হেটে চলা
মনের চোরা গলিতে
জন্ম নেয় অন্য এক অনুভূতি
মেঘ কাজল চোখ প্লাবিত হয়
জল ছুঁই ছুঁই আল্টুশি আবেগে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...