স্নেহের সুতপা ,
তোমাকে জানাই আমার প্রিয় নারীটির কথা । সে হলো ভারতের প্রথম মেয়ে লোধা গ্র্যাজুয়েট ‘চুনি কোটাল’ । কেন উচ্চশিক্ষিত হতে চেয়েছে শুধুমাত্র এই অপরাধে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী এই লোধা মেয়েটিকে আত্মহত্যা করতে হয়েছে । জন্ম ১৯৬৫ সালে, হতদরিদ্র পরিবারে । পাঁচ বছর বয়সে ছেঁড়া জামা গায়ে দিয়ে ভর্তি হয়েছিলো গ্রামের পাঠশালায় । একে লোধা, তায় মেয়ে ! পাঠশালার গুরুমশায়ের বিরক্তি । সামান্য ভুল করলেই বেত পড়তো পিঠে । চুনি তখনই জেনেছিলো তাকে প্রতিবাদ করতে হবে পড়াশোনা করে দেখিয়ে । সেই জেদেই একটার পর একটা ধাপ পেরিয়ে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিলো জুনিয়ার হাইস্কুলে ।
কাগজের অভাবে ক্লাসে অঙ্ক কষে দেখাতে না পারার অপরাধে বেঞ্চে দাঁড়াতে হলেও ক্লাসে সবসময় দ্বিতীয় হতো । যত পীড়ন করা হতো তার জেদ ততই বেড়ে যেতো । মাধ্যমিক পরীক্ষায় মাত্র সাত নম্বরের জন্য বঞ্ছিত হয় দ্বিতীয় বিভাগ থেকে । ১৯৮০ সালে ভর্তি হয় মেদিনীপুর কলেজে একাদশ শ্রেণীতে কলা বিভাগে । উচ্চমাধ্যমিক পাশ করে ভর্তি হয় স্নাতক শ্রেণিতে অর্থনীতি নিয়ে । ১৯৮৫ সালের জানুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল বেরোল । চুনি হলো ভারতের প্রথম মহিলা লোধা গ্র্যাজুয়েট ।
এরপর ভর্তি হয় মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ববিদ্যা ও আদিবাসী সংস্কৃতি বিভাগে । বিশ্ববিদ্যালয় এবং ছাত্রীনিবাসের জাঁতাকলে পড়ে চুনি ক্লাস করে কিন্তু পার্সেন্টেজ পায় না । পরীক্ষা দেয়, পাশ করে না । ওদিকে আদিবাসী ছাত্রী নিবাসেও চুনির ওপর চলে অকথ্য মানসিক নির্যাতন । তার নামে নানা অপবাদ রটতে থাকে । বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষভাবে তাকে গালাগালি করে বলা হয় – লোধার মেয়ে, চোরের মেয়ে তার আবার এম. এ. পড়ার সাধ ! চুনি প্রতিবাদ করলে তার প্রতি দুর্ব্যবহার আরও বাড়ে, তাঁর জীবন অতিষ্ঠ করে তোলা হয় ।
১৯৯০ সালে মন্মথ শবরকে রেজিস্ট্রি করে বিয়ে করে । এম এ পার্টট ওয়ানে মাত্র ৭ নম্বরের জন্যে প্রথম শ্রেণি পায়নি । ফাইনাল পরীক্ষায় সেই ঘাটতি মেটানোর জন্যে ১৯৯২ সালের ১০ আগস্ট ছাত্রীনিবাস থেকে ছুটি নিয়ে চলে আসে খড়্গপুরে স্বামীর কাছে । সকলের দুর্ব্যবহার আর সইতে না পেরে সেইসময়ে একদিন গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সে । সুইসাইড নোটে সকলকে ক্ষমা করে যায় । এই লড়াকু লোধা মেয়েটিকে জানাই অসীম শ্রদ্ধা ।
ইতি,
তোমার কাকা সুধাংশু চক্রবর্ত্তী
১২ আগস্ট, ২০১৭
চৌধুরীপাড়া ; হালিশহর
তোমাকে জানাই আমার প্রিয় নারীটির কথা । সে হলো ভারতের প্রথম মেয়ে লোধা গ্র্যাজুয়েট ‘চুনি কোটাল’ । কেন উচ্চশিক্ষিত হতে চেয়েছে শুধুমাত্র এই অপরাধে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী এই লোধা মেয়েটিকে আত্মহত্যা করতে হয়েছে । জন্ম ১৯৬৫ সালে, হতদরিদ্র পরিবারে । পাঁচ বছর বয়সে ছেঁড়া জামা গায়ে দিয়ে ভর্তি হয়েছিলো গ্রামের পাঠশালায় । একে লোধা, তায় মেয়ে ! পাঠশালার গুরুমশায়ের বিরক্তি । সামান্য ভুল করলেই বেত পড়তো পিঠে । চুনি তখনই জেনেছিলো তাকে প্রতিবাদ করতে হবে পড়াশোনা করে দেখিয়ে । সেই জেদেই একটার পর একটা ধাপ পেরিয়ে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিলো জুনিয়ার হাইস্কুলে ।
কাগজের অভাবে ক্লাসে অঙ্ক কষে দেখাতে না পারার অপরাধে বেঞ্চে দাঁড়াতে হলেও ক্লাসে সবসময় দ্বিতীয় হতো । যত পীড়ন করা হতো তার জেদ ততই বেড়ে যেতো । মাধ্যমিক পরীক্ষায় মাত্র সাত নম্বরের জন্য বঞ্ছিত হয় দ্বিতীয় বিভাগ থেকে । ১৯৮০ সালে ভর্তি হয় মেদিনীপুর কলেজে একাদশ শ্রেণীতে কলা বিভাগে । উচ্চমাধ্যমিক পাশ করে ভর্তি হয় স্নাতক শ্রেণিতে অর্থনীতি নিয়ে । ১৯৮৫ সালের জানুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল বেরোল । চুনি হলো ভারতের প্রথম মহিলা লোধা গ্র্যাজুয়েট ।
এরপর ভর্তি হয় মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ববিদ্যা ও আদিবাসী সংস্কৃতি বিভাগে । বিশ্ববিদ্যালয় এবং ছাত্রীনিবাসের জাঁতাকলে পড়ে চুনি ক্লাস করে কিন্তু পার্সেন্টেজ পায় না । পরীক্ষা দেয়, পাশ করে না । ওদিকে আদিবাসী ছাত্রী নিবাসেও চুনির ওপর চলে অকথ্য মানসিক নির্যাতন । তার নামে নানা অপবাদ রটতে থাকে । বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষভাবে তাকে গালাগালি করে বলা হয় – লোধার মেয়ে, চোরের মেয়ে তার আবার এম. এ. পড়ার সাধ ! চুনি প্রতিবাদ করলে তার প্রতি দুর্ব্যবহার আরও বাড়ে, তাঁর জীবন অতিষ্ঠ করে তোলা হয় ।
১৯৯০ সালে মন্মথ শবরকে রেজিস্ট্রি করে বিয়ে করে । এম এ পার্টট ওয়ানে মাত্র ৭ নম্বরের জন্যে প্রথম শ্রেণি পায়নি । ফাইনাল পরীক্ষায় সেই ঘাটতি মেটানোর জন্যে ১৯৯২ সালের ১০ আগস্ট ছাত্রীনিবাস থেকে ছুটি নিয়ে চলে আসে খড়্গপুরে স্বামীর কাছে । সকলের দুর্ব্যবহার আর সইতে না পেরে সেইসময়ে একদিন গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সে । সুইসাইড নোটে সকলকে ক্ষমা করে যায় । এই লড়াকু লোধা মেয়েটিকে জানাই অসীম শ্রদ্ধা ।
ইতি,
তোমার কাকা সুধাংশু চক্রবর্ত্তী
১২ আগস্ট, ২০১৭
চৌধুরীপাড়া ; হালিশহর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন