বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

স্থবির - সুমনা দত্ত

ক্লান্ত তিতিরের ডানায় ঝরে পড়তে গিয়ে
সব রঙ যখন মাটির গন্ধে মিশে
নতুন জীবন খুঁজে নেয়

চলমান গল্পগুচ্ছে নেমে আসে
স্থবির ক্লাইম্যাক্স

আমি ক্যামেরার পেছনে চোখ রেখে
ঢেউ এর স্তব্দতা গুনি
আর দেখি

সব মিলিয়ে যাওয়া এয়োতির চিহ্নই আসলে 
নিজের মতো করে হারিয়ে যাওয়া
সিঁদুর খেলতে খেলতে
বৈধব্যের ছদ্মবেশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...