বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

চলে যাই - এস ঘোষ সুমনা

শব্দের শবদাহ করে
কোলাহল থেকে নির্জনে

মায়ামোহ ত্যাগ করে
অজানা সুখ বা অসুখের
কল্পিত জগতে

আমার 'আমি'কে রেখে
আরেক আমিকে সাথে নিয়ে
চলে যাই

খুঁজো না

মিলিয়ে যাই...

সাত রঙ মুছে 
এক রঙ জেগে রয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...