শব্দের শবদাহ করে
কোলাহল থেকে নির্জনে
মায়ামোহ ত্যাগ করে
অজানা সুখ বা অসুখের
কল্পিত জগতে
আমার 'আমি'কে রেখে
আরেক আমিকে সাথে নিয়ে
চলে যাই
খুঁজো না
মিলিয়ে যাই...
সাত রঙ মুছে
এক রঙ জেগে রয়
কোলাহল থেকে নির্জনে
মায়ামোহ ত্যাগ করে
অজানা সুখ বা অসুখের
কল্পিত জগতে
আমার 'আমি'কে রেখে
আরেক আমিকে সাথে নিয়ে
চলে যাই
খুঁজো না
মিলিয়ে যাই...
সাত রঙ মুছে
এক রঙ জেগে রয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন