বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

শোক - অরূপজ্যোতি ভট্টাচার্য

শোক - আর আগে অ লাগালে
অশোক -চণ্ডাশোক থেকে ধর্মাশোক। 
রক্তের কলিঙ্গ নদী। 
মন না মতিভ্রম। 
দিয়ে গেলেন শান্তির বার্তা।


শোক -কখনো হতাশার 
কখনো বা বিজয়ের,
কখনো গৌরবের 
কখনো বা বিষাদের। 
তবু শোক আসে মনের কোনায়।


অপ্রাপ্তিতে, অতৃপ্তিতে 
কখনো বা শুধুই অশান্তিতে। 
তৃতীয় ভাব শোক নিয়ে আসে 
করুন রস। 
শোকের মধ্যেই লুকিয়ে আছে 
দগ্ধ হয়ে নির্মল হওয়ার বার্তা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...