বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

প্রেমের কোলাজ - ডালিয়া অবস্তি

"শহরতলী জুড়ে গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক।

নীলাম্বরী সাজে উর্বশী মনে
কোন এক শ্রাবণ সন্ধ্যায় প্রথম দেখা।

আমি তখন যৌবনমদমত্তা, উপচে পরছে সদ্য কিশোরীর পাগলা যৌবন,
তুমি ত্রিশের কোঠায়,
তোমার মনে বসন্তের আগুন।

প্রেমের পাঁচতারা ক্রুজে চেপে
পারি দিলাম ড্রেক প্যাসেজের দিকে।

প্রতিক্ষন মিলনের অধির অপেক্ষা,
যেন শরীরের প্রতিটি রক্তকনা 
খাঁচায় বন্দী ক্ষুধার্ত বাঘের মত ক্ষিপ্ত।

জানি তোমার ছন্দে অন্ত্যমিল নেই।
তোমার ঊর্ধগামী বালিশ ছেঁড়া স্বপ্ন-ধোঁয়া
উড়ছে উড়ুক।

আমাদের প্রথম প্রেমের ছোঁয়া আজও আমার
মনে দগদগে ঘায়ের মত,
ক্রমশ সংক্রামিত হয়ে 
সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে।

প্রথম চুম্বনের তীক্ষ্ণতার
সেই বিহ্বল মুহূর্ত আজও অপ্রকাশিত।

"তোমার চোখ মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোঁয়া মুদ্রাদোষ
তোমার কথার খুব ওজন।

আজ অতীত যেন কফিনে বন্দি 
পাপ ও প্রেম।
পাপের শুস্কতা আমাদের সম্পর্কহীনতার ফসল।
বন্দুকের নলের সামনে 
অর্থহীন প্রেমের অপমৃত্যু,
দেওয়ালে ঝুলছে
একটি এলোমেলো প্রেমের কোলাজ।

হাজার করতালি তোমায় বলে খালি
তোমায় নিয়ে গল্প হোক "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...