মোমের মতন এই দেহটায়ও সলতে
জ্বলে,
এই যে চারিদিকে এতো আলোয় আলো,
এ তো সেইজন্যই ...
জ্বলে,
এই যে চারিদিকে এতো আলোয় আলো,
এ তো সেইজন্যই ...
জ্বলতে জ্বলতে এই দেহটাও পু'ড়ে যায়,
এবং জ্বলা শেষে কর্পূরের মতোই
উবে যায় প্রাণরস ...
এবং জ্বলা শেষে কর্পূরের মতোই
উবে যায় প্রাণরস ...
এই যে যার আলোয় তুমি একজীবন জাগো
ঘুমাও,
ঘুমাও,
এই যে দাঁড়িয়ে থাকা মোমের দু'গাল বেয়ে
গ'লে গ'লে পড়ে কান্নার মোম,
গ'লে গ'লে পড়ে কান্নার মোম,
যদি তুমি দু'দন্ড না হয় ওর কাছে গিয়েই
ব'সতে, আর ওই ঝ'রে যাওয়া মোম তুলে
তুলে দিতে ওর শিখার কাছে,
ব'সতে, আর ওই ঝ'রে যাওয়া মোম তুলে
তুলে দিতে ওর শিখার কাছে,
ও আর কিছুক্ষণ আরো জ্বলতে পারতো ...
তুমি তা করো নি ...
তুমি অবহেলায় স'রে গিয়েছিলে দূরে, আর
অলক্ষ্যে ওর ওই অশ্রু প'ড়ে থেকে থেকে শুকিয়ে
গেছে ওর পায়ের কাছে,
অলক্ষ্যে ওর ওই অশ্রু প'ড়ে থেকে থেকে শুকিয়ে
গেছে ওর পায়ের কাছে,
ক্রন্দনহীন চোখের কি প্রাণ থাকে ? বলো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন